ভারত আমাদের অকৃত্রিম বন্ধু : পলক

৪ ফেব্রুয়ারি, ২০২২ ২১:৪৫  
পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় আগামী ২৭ ফেব্রুয়ারী ভারত সরকারের চারজন মন্ত্রী সহ ৪০জন সদস্যের প্রতিনিধি দল আসছে নাটোরে। এই দিন নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন, রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন করবেন তারা। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করবেন তারা। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা বাস্তবায়নে প্রস্তুতি সভায় এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম এবং বন্ধু প্রতীম দেশ। এদেশের স্বাধীনতায় ভারতের অবদান ভুলার মতো নয়। পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় সে দেশের চারজন মন্ত্রী সহ ৪০জনের প্রতিনিধি দল নাটোরে সফর করবেন। তাদের সফরকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভারত সরকারের মন্ত্রী এবং তাদের প্রতিনিধি দলের সামনে নাটোরের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হবে। এজন্য যা যা করার সব ধরনের প্রস্তুতি নিতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শহীদুল ইসলাম বকুল, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পন্ডিত, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।